ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


বন্যার পানিতে ডুবে তিন শিশুসহ গ্রাম পুলিশের সদস্যের মৃত্যু


১৯ জুলাই ২০২০ ০১:০০

বন্যার পানিতে ডুবে কুড়িগ্রামে দুই শিশুসহ তিনজন ও জামালপুরে এক শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বায়েজিদ (৮), মুন্নি (১৮ মাস), গ্রাম পুলিশ সদস্য সুরুজ্জামান (৪৫) ও জামালপুরের সাদিয়া।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, চলতি দ্বিতীয় দফা বন্যায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিশু ৪ জন। এছাড়াও প্রথম দফা ১২ দিনের বন্যায় পানিতে ডুবে ৭ জন শিশুসহ ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে করে জেলায় প্রায় ৩ সপ্তাহ ধরে বন্যার পানিতে ডুবে ১৬ জনের প্রাণহানী হয়েছে।

উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাস চন্দ্র বলেন, উপজেলার হাতিয়া ও সাহেবের আলগা ইউনিয়নে দুটি পৃথক ঘটনায় শনিবার সকালে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। সাহেবের আলগা ইউনিয়নের চর-বাগুয়া গ্রামের মন্তাজুলের ছেলে বায়েজিদ বন্যার পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।

অপরদিকে, হাতিয়া ইউনিয়নের চিড়া খাওয়ারপাড় গ্রামে নানা বাবর আলীর বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের ডোবায় ডুবে মারা যায় ১৮ মাসের কন্যা শিশু মুন্নি। তার বাবার নাম বকুল মিয়া। তার বাড়ি একই উপজেলার থেতরাই ইউনিয়নে।

চিলমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, নিজের ক্ষেতের পাট জাগ দিতে গিয়ে বন্যার পানিতে ডুবে সুরুজ্জামান মিয়া (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে কিসামতবানু মহিয়ত সুন্নত মাদ্রাসার সামনের বিলে এ ঘটনা ঘটে। সুরুজ্জামান ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবরি দল দুপুর ২টায় বিলের মাঝ থেকে তার মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, জামালপুর জেলার সদর ইউনিয়নের লক্ষ্মীরচরে বন্যার পানিতে ডুবে সাদিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে লক্ষীরচরের চরপাড়ার গ্রামের হায়দার আলীর মেয়ে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে জামালপুর সদর উপজেলার ৩নং লক্ষ্মীরচর ইউনিয়নের চরপাড়ায় সাদিয়া নামে ১২ বছরের এক শিশু দুপুরে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা পর সাদিয়ার মরদেহ উদ্ধার করে।

লক্ষ্মীরচর ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন বিদ্যুৎ জানান, দুপুরে বাড়ির পাশে বন্যার পানিতে খেলা করার সময় ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।