ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


কেশরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


১৪ জুলাই ২০২০ ০৪:৫৯

ছবি প্রতিকী

রাজশাহীর কেশরহাট পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে লামিয়া (৭) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে তিলাহারী মহল্লার মুরাদ হোসেনের প্রথম কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদ দীর্ঘ ১৫ বছর যাবৎ কেশরহাট পৌর ভবনের পেছনে কেশর গ্রামে বসবাস করে অাসছিলেন। আজ সোমবার বিকেলে লামিয়া বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। এসময় পরিবারের লোকজন লামিয়াকে দেখতে না পেয়ে চারিদিক খুঁজতে থাকে।
অবশেষে সন্ধা ৬:৩০ টার দিকে শিশু লামিয়ার নানী তার মৃতদেহ পুকুরে ভাসতে দেখতে পান।

পরিবারের লোকজনের ধারণা পুকুরের পাড়ে অবস্থিত বনকাঁঠালের গাছ রয়েছে।
আর বনকাঠাল কুড়াতে গিয়ে সে পানিতে পড়ে যেতে পারে।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাক আহমেদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের নিকট দাফন-কাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।