ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


‘বন্দুকযুদ্ধ’ শীর্ষ সন্ত্রাসী নিহত


২ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১২

রাজবাড়ী জেলার কালুখালি উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল মতিন (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তা বলছেন, নিহত মতিন পূর্ব বাংলার সর্বহারা পার্টির সক্রিয় সদস্য । তার বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কয়েকটি মামলা রয়েছে।

কালুখালি থানার ওসি আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাওরাইল ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে শনিবার (১ সেপ্টেম্বর) মাঝরাতে পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি করে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। ঘটনার সময় অন্যরা পালিয়ে গেলেও মতিনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

গুলিবিদ্ধ মতিনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে দায়ীত্বপালনকারী ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা।

তিনি আরো জানান, পুলিশ সেখান থেকে ১টি ওয়ান শুটার গান, ১টি কার্তুজ এবং ২টি রামদা উদ্ধার করেছে।

মতিনের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হচ্ছে।