ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


রাজধানীতে গোয়েন্দা পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত


৬ জুলাই ২০২০ ১৬:৫৭

ছবি অনলাইন

রাজধানীর খিলক্ষেত কুড়িল বিশ্বরোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। নিহতরা ছিনতাইকারী বলে দাবি পুলিশের। গতকাল রবিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে কুড়িল বিশ্বরোড তিনশ’ ফিট এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত একজন শরিয়তপুর নড়িয়ার নান্নু (৪৫) আর অপরজন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোশারফ হোসেন (৪০) বলে জানা গেছে।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আমিনুল ইসলাম জানান, কুড়িল বিশ্বরোড তিনশ’ ফিট এলাকায় ডিবি পুলিশের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তিনি দাবি করেন, নিহত দুজন ছিনতাইকারী দলের সদস্য। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।