ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


গাজীপুরে প্রাইভেট কারের ধাক্কায় নারী শ্রমিক নিহত


৪ জুলাই ২০২০ ২০:৪২

ছবি সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় কর্মস্থলে যাওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় নারী গার্মেন্টস শ্রমিক শান্তনা নামের এক জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে শারতি রানী ও মায়া রানী নামের দুই জন। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। গুরুতর আহত হয় আরো দুই জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। চালক প্রাইভেট কারটি রেখে পালিয়ে যায়।