ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ৩


৩ জুলাই ২০২০ ০৩:৪৫

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়া হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা নসিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যার পর এ সড়ক দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূর নবী প্রধান জানান, নসিমনটি বিকল হওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনে থাকা তিনজন নিহত হয়।