ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


রূপগঞ্জে হঠাৎ করে লকডাউনের এ্যাকশন শুরু


৯ মে ২০২০ ২২:০৭

ছবি সংগৃহীত

আগামী রবিবার থেকে মার্কেট খুলবে। মানুষের ভিড় ঠেকাতেই রূপগঞ্জের চেকপোষ্টে কঠোর নজরদারীতে আছে পুলিশ। যানচলাচলে কঠোর নজরদারীতে রেখে সিমিতভাবে অনুমোদন দেয়া হচ্ছে। মানুষজন একজেলা থেকে অন্য জেলায় ঢুকার মাধ্যম হিসাবে ছিল অটোরিকশা, সিএনজি, পিক আপ ভ্যান, সেগুলোও বন্ধ করা হয়েছে। এসময় সরেজমিন দেখাযায় এএসপি সার্কেল "গ" মোঃ মাহিন ফরাজী, ভুলতা ফাড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, এসআই আমিনুলসহ পুলিশের একাধিক সদস্য।
এসময় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে বিপাক পড়ে ঢাকায় ঢুকাতে আসা হাজার হাজার মানুষ।
এ বিষয়ে মাহিন ফরাজী বলেন, আগামীকাল থেকে মার্কেট খোলা হবে, তাই মানুষের সমাগম ঠেকাতেই আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে।