ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত


৯ মে ২০২০ ২১:৩৬

ছবি প্রতীকী

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। পুলিশের দাবী নিহতরা মাদক ব্যবসায়ী। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি টীম উলুবনিয়া এলাকায় পৌঁছলে রোহিঙ্গা মাদক কারবারীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। তাদেরকে আহতবস্তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. জাকারিয়া মাহমুদ জানান, ভোররাতে পুলিশ গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে নিয়ে আসে। এসময় তাদেরকে কক্সবাজার রেফার করা হয়। দুই পুলিশ সদস্য আহত হন। নিহতরা হচ্ছে নুর মোহম্মদ (২৮) ও মোঃ রফিক(২৬)। উভয়ে উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।