ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্টসহ গ্রেফতার ২


৬ মে ২০২০ ২৩:১১

‘সরকাবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। গ্রেফতারদের একজন কার্টুনিস্ট ও অন্যজন লেখালেখির সঙ্গে জড়িত।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কার্টুনিস্ট কবির কিশোরকে কাকরাইল ও মুশতাক আহমেদকে লালমাটিয়ার বাসা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে তাদের থানায় হস্তান্তর করা হয়।

তিনি বলেন, র‌্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ডের কোনো আবেদন নেই।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, র‌্যাব-৩ এর ডিএডি জহিরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা দায়ের করেন।

এ বিষয়ে র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার এএসপি আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ গণমাধ্যমকে জানান, গুজব ছড়ানোর অভিযোগে কবির কিশোরকে রমনা এলাকা থেকে ও মুশতাক আহমেদকে লালমাটিয়া থেকে গ্রেফতার করা হয়। এছাড়া এই মামলায় আরও ১০-১২ জন আসামি রয়েছে। যাদের গ্রেফতারের চেষ্টা চলছে।