ঢাকা শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫, ৬ই পৌষ ১৪৩২


সিংড়ায় করোনায় মৃতদের দাফনে প্রস্তুত হিলফুল ফুযুল


৩০ এপ্রিল ২০২০ ২১:০৬

ছবি সংগৃহীত

মহামারি করোনায় মৃত ব্যক্তিদের সেচ্ছায় দাফন-কাফনে হিলফুল ফুযুল নামের একটি সংগঠন প্রস্তুতি গ্রহণ করেছে। সংগঠনটি সেচ্ছায় করোনায় মৃতদের দাফনে কাজ করতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অাবেদন করেন সংগঠনটি। ১৫ জনের সমন্বয়ে গঠিত এ সংগঠনের সুরক্ষার জন্য সিংড়ার চিকিৎসা প্রতিষ্ঠান দ্বীপ মেডিকেল সার্ভিসেস এর পরিচালক ডাঃ ফারজানা রহমান দৃষ্টি ৫টি পিপিই দেন।

টিম প্রধান মাওলানা জাকারিয়া মাসুদ জানান, করোনায় অাক্রান্ত ব্যক্তিদের সম্মানের সাথে দাফন-কাফনের জন্য অামাদের এ টিম গঠন করা। যেখানে স্বজনরা লাশ রেখে পালিয়ে যাচ্ছে তখন অামরা চাই তাদের সম্মানের সাথে সমাধি করতে।