ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


সিংড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহস যোগাচ্ছেন প্রতিমন্ত্রী-পলক


২৩ এপ্রিল ২০২০ ০৫:১৬

ছবি সংগৃহীত

সিংড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহস যোগাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি। বুধবার দুপুরে শিলাবৃষ্টিতে তিনটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের ধান এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। খবরটি পেয়ে আইসিটি প্রতিমন্ত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন- বিকেলে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে আমার নির্বাচনী এলাকা সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা, ছাতারদিঘী ইউনিয়নের বিভিন্ন জায়গায় কাঁচা-আধাপাকা ঘরবাড়ি ও প্রায় ১৫০০ হেক্টর জমির ধান, আম, গম, মসুর, ভুট্টা, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।


ক্ষতিগ্রস্ত কৃষকসহ স্থানীয় চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দের সাথে কথা বলে ইতিমধ্যে আমি তাদের নির্দেশনা দিয়েছি।

আগামিকাল সকালেই ক্ষতিগ্রস্ত ১১০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সহায়তা পৌছে দেয়া হবে।


ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পূর্ণবাসনের জন্য দ্রুত সময়ের মধ্যে টিন ও টাকা পৌছে দেয়া হবে।

সকল দুর্যোগ মোকাবেলায় প্রাণের সিংড়াবাসীর পাশে আছি এবং আজীবন থাকবো ইনশাআল্লাহ।