ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


ট্রলারডুবি : মুড়ির বস্তা আঁকড়ে বাঁচলেন গর্ভবতী নারী


১৯ এপ্রিল ২০২০ ১৮:৩৯

চাঁদপুরের পশ্চিমে মেঘনা নদীতে আরোহীসহ খাদ্যপণ্যবাহী একটি ট্রলার ডুবে গেছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

মুড়ির বস্তা আঁকড়ে ধরে বেঁচে গেছেন গর্ভবতী নারীসহ ট্রলারের পাঁচ আরোহী।

চাঁদপুরের প্রাচীণ ব্যবসাকেন্দ্র পুরানবাজারের ব্যবসায়ী বাপ্পী সাহা ও স্থানীয়রা জানান, কেরামত আলী মাঝির (৪৫) ট্রলারটি শনিবার পুরানবাজারে থেকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য বোঝাই করে মেঘনা পাড়ি দিয়ে পশ্চিমপাড়ে বালার বাজারে যাচ্ছিল। অতিরিক্ত মালামাল বোঝাই থাকায় এবং মেঘনায় হঠাৎ প্রচণ্ড ঝড়ো হাওয়া, ঢেউ ও উত্তাল স্রোতের কারণে বিকেলে পাঁচ আরোহীসহ ট্রলারটি ডুবে যায়।

এ সময় চাঁদপুর জেলা শহরে চিকিৎসা নিতে আসা একজন গর্ভবতীসহ দু’জন নারী, একজন ব্যবসায়ী এবং দু’জন মাঝি বড় মুড়ির বস্তা আঁকড়ে ধরে ভেসেছিলেন। পরে চিৎকার শুনে আশেপাশের নৌকার মাঝিরা গিয়ে তাদের উদ্ধার করেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ট্রলারটিতে বালার বাজারের ৭/৮ জন ব্যবসায়ীর পণ্য ছিল। পণ্যের মধ্যে চাল, ডাল, ভোজ্য তেল, লবণ, আটা, ময়দাসহ বেশিরভাগ মালামালই নদীতে পড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

এদিকে ট্রলারডুবির খবর পেয়ে চাঁদপুর কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।