ঢাকা সোমবার, ৩০শে জুন ২০২৫, ১৭ই আষাঢ় ১৪৩২


বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত


৮ মার্চ ২০২০ ১৫:১৭

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম (৬৫) নিহত হয়েছেন। নিহত আব্দুল হাকিম শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের বেড়াগাড়ি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

শনিবার (৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে খুনের এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমবার হোসেন জানান, আব্দুল হাকিম স্থানীয় পোয়ালগাছা বাজার থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে অজ্ঞাত এক যুবক তার পথরোধ করে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান।

আব্দুল হাকিমকে পড়ে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।

এআর