ঢাকা শনিবার, ২০শে ডিসেম্বর ২০২৫, ৬ই পৌষ ১৪৩২


ভাষা শহীদদের প্রতি জবির ফিন্যান্স বিভাগ অ্যালামনাইয়ের শ্রদ্ধা


২১ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১০

নতুনসময়

ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন।

বৃহস্পতিবার প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।

এসময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাহাতাব অপু বলেন,আজকের দিনটি আমাদের কাছে একই সাথে বেদনা এবং গর্বের। যে ভাষায় মিশে আছে শহীদের বুকের তাজা রক্তের ইতিহাস, সে ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতির দাবি জানাই।

এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আতা এলাহী, অনুষ্ঠান ও পরিকল্পনা সম্পাদক মোঃ আব্দুল্লাহ শাকিল প্রমুখ।

নতুনসময়/আনু