ঢাকা শনিবার, ২০শে ডিসেম্বর ২০২৫, ৬ই পৌষ ১৪৩২


কর্ণফুলীতে নৌকা ডুবির ঘটনায় মা-ছেলের মরদেহ উদ্ধার


১৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:১১

কর্ণফুলীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। উদ্ধার করা মরদেহ হল চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার জোরারগঞ্জের টুম্পা মজুমদার (৩০) ও তার শিশু পুত্র বিজয় মজুমদার (৫)।

শুক্রবার দুপুর ১২টার দিকে রাঙামাটি কাপ্তাই উপজেলায় শীলছড়ি কয়লার ঘাট এলাকায় ১৫০ জনের একটি ট্যুরিস্ট বোট অতিরিক্ত যাত্রী নিয়ে শিলছড়ি মন্দিরে যায়। মন্দির ঘুরে ফিরে আসার সময় যাত্রীসহ কয়লার ঘাট এলাকায় ডুবে যায় বোটটি। এসময় কর্ণফুলীর পানির স্রোতে তলিয়ে যায় টুম্পা মজুমদার (৩০) তার শিশু পুত্র বিজয় মজুমদার (৫) ও দেবলীলা (১০)। এসময় খবর পেয়ে কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাটের নৌ বাহিনীর ডুবুরি দল দেবলীলার মরদেহ উদ্ধার করতে পারলেও খোঁজে পায়নি টুম্পা ও বিজয়কে।