বাগেরহাটে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
-2020-02-17-14-50-56.jpg)
বাগেরহাটের কচুয়ার বারুইখালীতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় (৩৪) এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে কচুয়া উপজেলার বারইখালী গ্রামের সোমেদ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।ডাকাতদের ধরতে গিয়ে হামালায় আহত হয়েছে স্থানীয় দুই যুবক।
আহতরা হলেন- আব্দুল কাদের হাওলাদারের ছেলে মোহিত হাওলাদার (৩২) ও মহাসিন হাওলাদার (৩৭)।
কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সর্দার ইকবাল হোসেন জানান, ভোরে কয়েকজন ডাকাত উপজেলার বারইখালী গ্রামের সোমেদ হাওলাদারের বাড়িতে প্রবেশ করে। পরে ঘরের সবাইকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা। এ সময় ওই বাড়ির লোকজন চিৎকার করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ডাকাত দলকে ধাওয়া করে একজনকে আটক করে। এরপর ক্ষুদ্ধ গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় ডাকাতদের আটক করতে গিয়ে স্থানীয় দুই যুবক আহত হয়েছেন।
তিনি জানান, ঘটনার পর বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নতুনসময়/আনু