ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


বিজিবি সদস্যের স্ত্রীর আত্মহত্যা


১৮ ফেব্রুয়ারি ২০২০ ০০:২৮

 

মানিকগঞ্জের সাটুরিয়ায় যুথি বেগম (২১) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুথি বেগম রশিদপুর গ্রামের বিজিবি সদস্য ওয়াসেল চৌধুরীর স্ত্রী।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়াটি জাদিরবাড়ির পাশে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা বলেন, সুরতহাল শেষে নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


নতুনসময়/আনু