ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


ফরিদপুরে ট্রাকচাপায় নিহত ২


১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫০

ফরিদপুরের ঘনশ্যামপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।


রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর-খলিলপুর আঞ্চলিক সড়কের ঘনশ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ঈশান গোপালপুর ইউনিয়নের চরনশিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ পালের ছেলে ইদ্রিস পাল (৪৯) ও দুর্গাপুর গ্রামের শুকুর আলীর ছেলে মোনায়েম হোসেন ওরফে মুন (৪১)। নিহত দু’জনই গরু ব্যবসায়ী।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, মোটরসাইকেলে করে খলিলপুর থেকে শিবরামপুরের দিকে আসছিলেন তারা। ঘনশ্যামপুর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গেলে সামনে থেকে আসা একটি ট্রাকের নীচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই ইদ্রিস পাল নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোনায়েম হোসেনকে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে পুলিশ ট্রাকটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানান যায়।


নতুনসময়/এএইচ