মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনার পর হাতাহাতির ঘটনা ঘটে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসের ভেতর এ ঘটনাটি ঘটে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, দুই গ্রুপের জুনিয়রদের মধ্যে ঝামেলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুই গ্রুপই মারমুখি অবস্থান নেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে।
নতুনসময়/এএইচ