ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৩

গাজীপুরে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে দিকে গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায় নি। নিহত ৩ জনই পুরুষ। তাদের বয়স আনুমানিক ৪০, ২২ ও ২৫ বছর।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আলমগীর ভূঁইয়া ও স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী এনা পরিবহনের এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাজেন্দ্রপুরে একইদিকগামী এক কাভার্ডভ্যানের পেছন দিকে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং অপর ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।