ঢাকা শনিবার, ২০শে ডিসেম্বর ২০২৫, ৬ই পৌষ ১৪৩২


মানিকগঞ্জে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার


১৫ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৩৭

ছবি প্রতিকী

১৪ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাংশা এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কাংশা ব্রীজ এলাকায় কয়েকজন নারী ভুট্টার পাতা ছিড়তে গিয়ে ওই লাশ দেখতে পান।পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ হাবিবুর রহমান জানান, উদ্ধার ওই নারীর মরদেহ অর্ধগলিত।তার চেহারা চেনার উপায় নেই।ধারণা করা হচ্ছে,সপ্তাহ দুয়েক আগে হত্যা করে ভুট্টা ক্ষেতে লাশ ফেলে রাখা হয়েছে।

হত্যার কারন এবং নারীর পরিচয় উদঘাটনের চেস্টা চলছে বলে জানান তিনি।