ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


জনতার চাহিদা অনুযায়ী পুলিশ কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী


৯ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০২

পুলিশ নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে জনতার চাহিদা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে জনতার চাহিদা অনুযায়ী কাজ করে যাচ্ছে। ঢাকা হল সারা বাংলাদেশের প্রতিচ্ছবি। ঢাকা শহর নিয়ন্ত্রণ করতে পারলেই সারা বাংলাদেশে নিয়ন্ত্রণ করা যায়। সেজন্যই আমাদের স্পেশাল এটেনশন থাকে ঢাকা কেন্দ্রিক। সেজন্যই ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন ইউনিট ডেভলপ করা হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পরে যে পুলিশের আহ্বান করেছিলেন, ধীরে ধীরে সেই পুলিশে রূপান্তরিত হচ্ছে। আজকে পুলিশ-জনতার পুলিশ হয়েছে। পুলিশের সবগুলো ইউনিটি' সুন্দরভাবে কাজ করছে বলে, আমাদের যে ধরনের পুলিশ প্রত্যাশা ছিল, সেই ধরনের সক্ষমতায় পুলিশ গিয়েছে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে নিরপত্তার বিকল্প কিছু নেই।

শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই পুলিশকে আমরা সেই ধরনের সক্ষমতার জায়গায় নিয় যাচ্ছি।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা শান্তি-শৃঙ্খলাও ধরে রাখতে হবে। আমাদেরকে জঙ্গিরাষ্ট্র বানানোর জন্য সব ধরনের ষড়যন্ত্র চলছিল। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে জঙ্গি ও সন্ত্রাস দমনে আমরা সক্ষম হয়েছি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ও ডিএমপি কমিশনারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কেকে কেটে ডিএমপির ৪৫ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে আস্থা নামে একটি বিশেষ প্রকাশনা প্রকাশিত করেন তারা।