ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


সিরাজগঞ্জে লেগুনা চাপায় শিশু নিহত, চালক আটক


২১ নভেম্বর ২০১৯ ০৯:৫৪

 সিরাজগঞ্জের সলঙ্গা-হাটিকুমরুল আঞ্চলিক সড়কের রাস্তা পারাপারের সময় চড়িয়া উজির সাওপাড়া এলাকায় লেগুনা চাপায় মারিয়া খাতুন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। সে চড়িয়া উজির সাওপাড়া গ্রামের আমিনুল ইসলাম বাবুর মেয়ে।

বুধবার (২০নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে লেগুনা চালক আলহাজ (২১) কে আটক করা হয়েছে।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, সকাল সাড়ে ৮ টার দিকে শিশু মারিয়া রাস্তা পারাপারের সময় লেগুনা চাপা দিলে শিশু মারিয়া ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন চালককে আটক করে থানায় খবর দিলে থানা পুলিশ চালককে আটক করে।