ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু!


১০ নভেম্বর ২০১৯ ০৬:৪৯

ঝালকাঠির রাজাপুরের ছোট কৈবর্তখালি গ্রামে হৃদয়খান (১৯) নামে এক যুবকের লাঠির আঘাতে বাবা দেলোয়ার হোসেন খানের (৪৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে বরিশাল শেবিচম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ হৃদয়কে শনিবার দুপুর পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বখাটে ছেলে হৃদয় প্রায়ই টাকার জন্য বাবা-মায়ের সাথে ঝগড়া করত। শুক্রবার রাত ৮টার দিকে টাকা চাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় হৃদয় তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে গুরুতর অবস্থায় বাবা দেলোয়ার হোসেনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া পর রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ঘাতক ছেলে হৃদয়কে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।