ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


আ’লীগের দুই পক্ষের সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি


১ নভেম্বর ২০১৯ ২৩:৫০

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় আওয়ামীলীগ এর দুইটি গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সংঘাত এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।শুক্রবার সকাল ৯টায় উপজেলার কামারখাড়া ইউনিয়নে এই ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার।

উপজেলা ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, কামারখাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল। আওয়ামীলীগ এর দুইটি পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংঘষের আশংকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে। এছাড়া রাজনৈতিক সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলেও জানান তিনি।

 

নতুনসময়/আইকে