ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবা সহ মাদক সম্রাট সাদ্দাম আটক


৩১ অক্টোবর ২০১৯ ১১:৫১

প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে দেয়া জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা ডিবির পুলিশের একটি টিম গত ২৯ অক্টোবর রাতে এসআই সফিউল ইসলামের নেতৃত্বে চালানো অভিযানে গাইবান্ধার পৌর এলাকা থেকে একাধিক মাদক মামলার পলাতক আসামি মোঃসাদ্দাম হোসেন (৩৫) কে ৩৫৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়।

আটক সাদ্দামের বিরুদ্ধে গাইবান্ধা থানায় এক মাদক মামলা দ্বায়ের করা হয়েছে বলে জানা গেছে।

আটক হওয়া সাদ্দাম গাইবান্ধার সবুজপাড়া থানা এলাকার মোঃশহিদুল ইসলাম ওরফে সহিদ মিয়ার ছেলে।

নতুনসময়/আইকে