ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


পাঁচ বছরের শিশুকে কান ও লিঙ্গ কেটে হত্যা করল দুর্বৃত্তরা


১৫ অক্টোবর ২০১৯ ০২:৪১

প্রতিকী ছবি

সুনামগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে নৃসংশভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার কা ও লিঙ্গ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দিরাই উপজেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তুহিনকে হত্যা করে তার কান ও লিঙ্গ কেটে নিয়েছে হত্যাকারীরা। হত্যায় ব্যবহৃত দু’টি ছুরি শিশুটির পেটে ঢুকিয়ে মরদেহটি রশি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে গেছে তারা।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

নতুনসময়/এসএম