ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


যুবলীগ নেতাকে হত্যা, সাক্ষীকে খুন করে বাদীকেও হত্যার হুমকি


১৩ অক্টোবর ২০১৯ ০৫:২৫

নতুন সময়

যুবলীগ নেতা ও পরিবহন ব্যবসায়ী জামাল উদ্দিন ওরফে বাক্কা হত্যা মামলার বাদী তার বোন জোহরা আক্তার শনিবার কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন।

প্রাণের নিরাপত্তা চেয়ে জোহরা আক্তার অভিযোগ করেন, ব্রিজ নির্মাণের টেন্ডারের দ্বন্দ্বে গত ২০১৬ সালের ৮ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু একই ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পরিবহন ব্যবসায়ী জামাল উদ্দিন ওরফে বাক্কাকে মাথায় গুলি করে হত্যা করে।

জামাল হত্যা মামলায় সাক্ষী হওয়ায় ২০১৮ সালের ৮ অক্টোবর ওই হত্যা মামলার প্রধান সাক্ষী উপজেলার আলকরা ইউনিয়নের ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শাকিলকেও প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। এর পূর্বে ইসমাইল হোসেন বাচ্চুর কথার বাইরে গিয়ে মেম্বর প্রার্থী হওয়ায় ওই এলাকার আলাউদ্দিন নামে এক মেম্বর প্রার্থী অনুরূপভাবে খুনের শিকার হন।

তিনি জানান, আমার ভাই জামাল উদ্দিন এবং মামলার সাক্ষী সাজ্জাদকে হত্যার পর আমাকেও গুলি করে হত্যার হুমকি দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামি। বাচ্চুর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় দুইটি, ঢাকা শাহআলী থানায় দুইটি, পল্টন থানায় একটি এবং যাত্রাবাড়ি থানায় একটিসহ মোট ৬টি হত্যা মামলা রয়েছে। তিনি বাচ্চুর হাত থেকে প্রাণের নিরাপত্তা চান।

এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য ফোনে চেষ্টা করে অভিযুক্ত ইসমাইল হোসেন বাচ্চুকে পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ-আল মাহফুজ বলেন, যুবলীগ নেতা জামাল এবং ছাত্রলীগ নেতা সাজ্জাদ হত্যা মামলাগুলোর চার্জশিট হয়ে গেছে। বাদী পক্ষকে আসামি হত্যার হুমকি দিচ্ছেন এমন অভিযোগ আমাদের কাছে এখনও আসেনি।

নতুনসময়/এসএম