ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


রাজশাহীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


৬ অক্টোবর ২০১৯ ০২:৩১

ফাইল ছবি

রাজশাহী নগরীর কাটাখালি থেকে মৌসুমি খাতুন (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মৌসুমি আত্মহত্যা করেছেন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর কাটাখালির সোনারপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মৌসুমি ওই এলাকার মৃত আক্কাস আলীর মেয়ে এবং রাজশাহী কলেজের বাংলা বিভাগের মার্স্টাস শেষবর্ষের শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর মা পিয়ারজান জানান, মৌসুমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। সকালে তিনি জমিতে মরিচ তুলতে যান। বাড়িতে এসে মৌসুমিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হয়।

কাটাখালি থানার এসআই মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৌসুমি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নতুন সময়/এনকে