ঢাকা রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


ঝিনাইদহে জামায়াত কর্মীসহ আটক ৫৬


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৮

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৮ জামায়াত কর্মীসহ ৬৩ জন গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলাব্যাপী মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে সদর থেকে ১৯, শৈলকুপা থেকে ৯ জন, হরিণাকুন্ডু থেকে ৬, কালীগঞ্জ থেকে ৮, কোটচাঁদপুরে ৪ ও মহেশপুরে ৮ জামায়াত কর্মীসহ ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ।

এসএমএন