ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


আশুলিয়ায় শ্রমিক ফেডারেশনের সমাবেশ


৩ আগস্ট ২০১৯ ২০:১৬

নতুন সময়

আশুলিয়ায় বিভিন্ন দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার বিকালে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

এসময় তারা ৫ তারিখের মধ্যে সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন, বোনাস পরিশোধ, ঈদে ঘরমুখো শ্রমিকদের জন্য পরিবহনের বাড়তি ভাড়া আদায় বন্ধ, গার্মেন্টস শ্রমিক সাঈদ এর হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তিসহ বেশ কিছু দাবী তুলে ধরেন।

গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতা অরবিন্দু বেপারী বিন্দুর উপস্থাপনায় সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোঃ আমিনুল ইসলাম সামা, মোঃ সোহাগ, মোঃ মামুন, মোঃ শামিম ইমাম, মোঃ জহিরুল ইসলাম এবং মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য শ্রমিক নেত্রীবৃন্দ।