ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


পুলিশ সুপারের কার্যালয়ে প্রধান ফটক উদ্বোধন


১৬ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৬

ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ ফিতা কেটে ফটকের উদ্বোধন করেন।

এসময় বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান, নবাগত পুলিশ সুপার হাসানুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রেজানুর বেগম, ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার, সাবেক সভাপতি বিমল কুমার সাহা, সদর থানার ওসি এমদাদুল হক শেখসহ পুলিশ কর্মকর্তারা।
এছাড়াও ঝিনাইদহ সদর, কালীগঞ্জ ও কোটচাঁদপুর থানার ফটক ও সেন্ট্রি পোস্টের উদ্বোধন করা হয়।

এসএমএন