ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


উজিরপুরে ভ্যান খালে পড়ে ২ শিশু নিহত


৩০ জুলাই ২০১৯ ২০:৫২

ছবি সংগৃহীত

বরিশালের উজিরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বহনকারী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গিয়ে দুই শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলা সদরের মুলপাইন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ভ্যানে থাকা অপর ১০ শিক্ষার্থীকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহতরা হলেন- উজিরপুরের মুলপাইন এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের মেয়ে লামিয়া (৭) ও সাকরাল এলাকার সেলিম হাওলাদারের ছেলে আব্দুল্লাহ (৭)। তারা দুইজনই মুলপাইন দারুস সুন্নাত মাদ্রাসার শিক্ষার্থী।

দুর্ঘটনায় ওই দুই শিক্ষার্থীর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. মাকসুদুর রহমান।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে।