ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫, ৫ই পৌষ ১৪৩২


বেনাপোলে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১


৩০ জুলাই ২০১৯ ২০:০৩

ছবি সংগৃহীত

যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ সোমবার বিকালে খড়িডাংগা নামক স্থানে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরহাদ হোসেন (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। আটক ফরহাদ বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের জয়নাল মিস্ত্রির ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু-সালেহ মাসুদ করিম জানান, গোপন সংবাদে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে পুটখালী সীমান্ত থেকে বেনাপোলের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিযয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ফরহাদ হোসেনকে আটক করে।

আটক ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩০লাখ টাকা বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি।