ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


হালুয়াঘাটে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান


২৭ জুলাই ২০১৯ ০৪:৩২

ময়মনসিংহের হালুয়াঘাটে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে হালুয়াঘাট সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে হালুয়াঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষা-২০১৮ এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি, ক্রেষ্ট, মেডেল ও সনদ প্রদান করা হয়।

জানা যায়, উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১০ জন প্লে গ্রুপ থেকে কে.জি ফাইভ পর্যন্ত ছাত্র-ছাত্রীকে বৃত্তি সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট পৌরসভা মেয়র খায়রুল আলম ভূঞা, হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফতেখারুল ইসলাম মাসুদ, কিন্ডারগার্টেন এসোসিয়েশন”র সভাপতি সুলতান আহমদ, সম্পাদক হাসান শামীমসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিবাবকগন উপস্থিত ছিলেন।