ঢাকা মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


ফারুক হত্যা মামলায় সাঈদীসহ ১১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন


২৬ জুলাই ২০১৯ ০২:১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক এনায়েত কবির এ মামলার অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের সময় মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীসহ ৬০ জন আসামীকে আদালতে হাজির করা হয়। এ মামলার ১১০ জন আসামী ছিলেন। এর মধ্যে ছয়জন মারা গেছেন। আর ৪৪ জন পলাতক রয়েছেন।

২০১০ সালের ৯ ফেব্রুয়ারি ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ছাত্রলীগ নেতা ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করে লাশ সেফটি ট্যাংকে ফেলে দেয়। এ ঘটনায় মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ মামলার তদন্ত শেষে সাঈদীসহ ১১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।