ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


বেনাপোলে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত


২৪ জুলাই ২০১৯ ২০:৩৪

নতুন সময়

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী সাইদুল ইসলাম (৩০)নামে এক ব্যক্তি আহত হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাইদুল ইসলামের মা মমতাজ বেগম জানান, মঙ্গলবার ২৩ জুলাই ভোরে ভারতের বেলগাও থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন। পথে বেনাপোলের পদ্মার মাঠে এসে পৌছোলে বিএসএফ পিছন থেকে গুলি করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড বলেন, আহত সাইদুলের পিঠে, বাম হাতে ও বাম উরুতে গুলির ক্ষত আছে। তবে তাকে পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।