ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


শাহ্জালালে প্রায় ১৩ কেজি সোনা উদ্ধার


১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৭:১৫

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খাজা শাহাদাত উল্লাহ নামে এক সোনা চোরাকারবারিকে গ্রেপ্তার করে বিমানমন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।

শনিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিমানমন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার খাজা শাহাদাত উল্লাহ গুলশান বনানীর ৫নং রোডের ৩৪ নং হাউজের খাজা এনায়েত উল্লাহর ছেলে।

এসময় আটক শাহাদাত উল্লাহর কাছ থেকে ১২ কেজি ৬১০ গ্রাম সোনা ও হীরা জহরত উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটকের বিরুদ্ধে কাস্টমস্ আইনে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান শুল্ক গোয়েন্দারা।

আইএমটি