ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


জাতীয় পার্টি অনেক বেশী সংগঠিত: আসমা 


১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩১

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আসমা আশরাফ বলেছেন, জাতীয় পার্টি অন্য যেকোন সময়ের চেয়ে অনেক বেশী সুসংগঠিত। 
 
শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা সদরের মইনপুরে “স্বপ্নের নেত্রকোনা” নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি জাতীয় পার্টির প্রয়াত নেতা ফকির আশরাফের স্ত্রী।
 
তিনি আরো বলেন, সব বাধা পেরিয়ে জাতীয় পার্টি পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে নব উদ্যোমে।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, মোতালিব মিয়া, ফজলুর রহমান, এখলাস মিয়া, খাইরুল মিয়া, আব্দুস সাত্তারসহ জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী। 
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্নের নেত্রকোনার প্রতিষ্ঠাতা ও জেলা যুব সংহতির নেতা তন্ময় তালুকদার। 
 
একেএ