ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ডেঙ্গুতে আক্রান্ত


২৩ জুলাই ২০১৯ ০৩:০৭

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো।

জাতিসংঘের আবাসিক কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন মিয়া সেপ্পো। ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে তিনি ডেঙ্গুতে আক্রান্ত।

সেপ্পো আপাতত অফিস করছেন না বলেও জানা গেছে।

মিয়া সেপ্পো হাসপাতালে ভর্তি হননি। তবে চিকিৎসকের পরামর্শে এখন পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। কবে থেকে সেপ্পো অফিস করবেন সে বিষয়ও নিশ্চিত হওয়া যায়নি।


নতুনসময়/এমএন