ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


২০ জুলাই ২০১৯ ০৪:৫৩

ঢাকার ধামরাইয়ের একটি সিএনজি স্টেশনের পিছন থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুলাই) দুপুরে ধামরাইয়ের জয়পুরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত কারখানার পাশ থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার জয়পুরা এলাকার পাল সিএনজি স্টেশনের পিছনের একটি পরিত্যক্ত কারখানার পাশে অর্ধগলিত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিৎ করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে দূর্বৃত্তরা অজ্ঞাতনামা ঐ ব্যক্তিকে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।