রাজধানীর উত্তরায় ৭১৮ বোতল ফেন্সিডিলসহ আটক ৮

রাজধানীর উত্তরায় কাঁঠাল বোঝাই ট্রাক থেকে ৭১৮ বোতল ফেন্সিডিলসহ ৮ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১। মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক ও ১টি প্রাইভেটকার, ৮টি মোবাইল ফোন ও নগদ ১,৭০০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক চোরাকারবারিরা, ১) মোঃ রাজু আহম্মেদ (৩২), পিতা- মৃত মোবার আলী, মাতা- লতিফুন্নেসা, সাং- ঈশ্বরপুর, থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর, ২) মোঃ মুন্না (২০), পিতা- মৃত মোস্তফা, মাতা- মোছাঃ আফরোজা খাতুন, সাং- দেবীপুর, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর, ৩) মোঃ সাগর (১৯), পিতা- লালু মিয়া, মাতা- হাজেরা বেগম, সাং- ভীমপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট, ৪) মোঃ ইউসুফ (৩০), পিতা- মোঃ সিরাজ, মাতা- মৃত কুসুম বেগম, সাং- খিদুরিয়াপুর, থানা ও জেলা- লক্ষীপুর, বর্তমান ঠিকানা- বাড়ী নং-৪৪ (জহির মিয়ার বাড়ির ভাড়াটিয়া), শ্যামলী, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা, ৫) মোঃ নূর ইসলাম (৩৪), পিতা- সেকান্দার শেখ, মাতা- মোর্শেদা খাতুন, সাং- রতনপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট, ৬) মোঃ রফিকুল ইসলাম (৫০), পিতা- মোঃ আজাহার মোল্লা, মাতা- মৃত হাছিনা বেগম, সাং- রতনপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট, ৭) মোঃ মফিজুল ইসলাম (৩১), পিতা- মজনু মন্ডল, মাতা- মরিয়ম বিবি, সাং- রতনপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট এবং ৮) মোঃ মোস্তাফিজুর (২০), পিতা- মৃত তোকসেদ আলী, মাতা তহুর বেগম, সাং- রতনপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।
আসামীদের জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানকারী চক্রের সাথে জড়িত আরও বেশ কয়েকজনের তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যহত আছে।