ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


বনানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১


১০ জুলাই ২০১৯ ০৪:১১

রাজধানীর বনানী রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আনোয়ার হোসেন (৫২) নামের এক ব্যবসায়ী মারা গেছেন।

মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার পৌনে ১২টায় রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই মোঃ দেলোয়ার হোসেন নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসেন।

তিনি জানান, রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় সোয়া ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহ উদ্ধার করে মর্গে নিয়ে আসি। নিহতের ছেলে তানিম আহম্মেদ জানান সকাল ৭টায় বাবা বাসা থেকে বের হয় পরে খবর পাই বনানীতে ট্রেনে কাটা পড়ে সে নিহত হয়েছেন।

নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মন বাড়িয়া জেলার বিজয়নগর থানার কেশবপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

বর্তমানে নতুন বাজার নুরের চালা কুইন্জ গার্ডেনে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি রাজ ওভারসিজ ম্যানপাওয়ার অফিসের সাথে ব্যবসা করতেন। ২ছেলে১মেয়ের জনক ছিলেন তিনি।