ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


গাজীপুরে স্পিনিং মিলে ভয়াবহ আগুন, নিহত ১


৩ জুলাই ২০১৯ ০৪:৩৮

গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিল নামে একটি কারখানার তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় রাসেল আহমেদ (৪৫) নামে এক নিরাপত্তা কর্মী মারা গেছেন। আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষা নয়নপুর এলাকায় ওই কারখানায় আগুন লাগে।

মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ রামপ্রসাদ বলেন, দুপুর আড়াইটা থেকে আগুন লাগে। পানি সল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় রাসেল আহমেদ (৪৫) নামে এক নিরাপত্তা কর্মী মারা গেছেন বলে জানা গেছে।


নতুনসময়/এমএন