ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


জীবনমান উন্নয়নের সোপান বাজেট: স্পিকার


১২ জুন ২০১৯ ০৯:২০

ফাইল ছবি

নবীন সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহায়তা দিতে জাতীয় সংসদে চালু করা হয়েছে বাজেট হেল্প ডেস্ক। মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ডেস্কের কার্যক্রম উদ্বোধন করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশ গড়া ও জনগণের জীবনমান উন্নয়নের জন্য বাজেট অন্যতম সোপান।

বাজেট হেল্প ডেস্ক নব-নির্বাচিত সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহায়ক হবে। আগামী ১৩ জুন, ২০১৯-২০ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হবে। উত্থাপিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখবেন সংসদ সদস্যগণ। সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহযোগিতা প্রদানের জন্য প্রতিবছরের মতো এবছরও বাজেট হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে মঙ্গলবার বাজেট হেল্প ডেস্ক উদ্বোধন করে স্পিকার এসব কথা বলেন। 

এ সময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি এবং জাতীয় সংসদের সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

নতুনসময়/আল-এম