ঢাকা মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


দুই অভিনেতাকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী


১২ জুন ২০১৯ ০৯:১৪

ফাইল ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনেতা জামিলুর রহমান শাখা ও জ্যাকী আলমগীরের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জানা গেছে, জামিলুর রহমান শাখা ও জ্যাকী আলমগীর দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। আর্থিক সংকটের কারণে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছিলেন না। এজন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আবেদন করা হয়। তাদের এই দুর্ভোগের কথা জানান পর এই দুই প্রবীণ অভিনেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী।

শিল্পী সমিতির সাধারণ সম্মাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা জামিলুর রহমান শাখা ও জ্যাকী আলমগীর ভাইয়ের জন্য আবেদন করেছিলাম। যার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।’

নতুনসময়/আল-এম