ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


প্রধানমন্ত্রীকে ফোন করে বিচার চাইলেন আইসক্রিমওয়ালা (ভিডিও)


২৯ মে ২০১৯ ২০:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফোন করে বিচার চেয়েছেন এক আইসক্রিমের ডিলার। কাজী ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও প্রতিষ্ঠানটির সাবেক ডিলার মোঃ রফিকুল ইসলামের সাথে বিরোধ চলছে গত ৩ বছর ধরে। রফিকের দাবি কাজী ফুডস তার ২১ লাখ টাকা আত্মসাৎ করেছে। অন্যদিকে কাজী ফুডসের দাবি রফিক আসলে একজন প্রতারক। রফিকের কাছে বরং কাজী ফুডস ১৬ লাখ টাকা পাবে।

এই বিরোধ সমাধানে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ফোন নাম্বারে কল করে পুরো ঘটনা তুলে ধরে বিচার চাইলেন আইস্ক্রীমওয়ালা। যে ফোনালাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।


নতুনসময়/এনএইচ