ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


পলাতক ওসি মোয়াজ্জেম


২৯ মে ২০১৯ ১৯:৩৯

ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন এখন কোথায় তা বলতে পারছে না কেউ। সোনাগাজী থেকে গত ১০ই এপ্রিল তাকে প্রত্যাহারের পর রংপুর রেঞ্জে বদলি করা হয়। গত ৮ই মে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার পর গত সপ্তাহে তিনি রংপুর রেঞ্জ অফিসে যোগ দেন। দুইদিন আগেও তাকে রংপুরে দেখা গেছে। কিন্তু এখন তিনি কোথায় আছেন সে তথ্য নেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। গত সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এর পরই তিনি গ্রেফতারের ভয়ে পালিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র। তবে গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, রংপুর রেঞ্জে সংযুক্তি আদেশ দেয়ার পর কয়েকদিন আগে মোয়াজ্জেম হোসেন যোগদান করেছেন। এরপর তাকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে তলব করায় তিনি ঢাকায় গেছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হওয়ার বিষয়টি শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো কাগজপত্র আমরা হাতে পাইনি। রংপুর মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা সংক্রান্ত কাগজপত্র না পেলে তাদের কিছুই করার নেই। ওসি মোয়াজ্জেম কোথায় জানতে চাইলে রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, ৮-১০ দিন আগে ওসি মোয়াজ্জেম রংপুর রেঞ্জে যোগদান করেছেন। নুসরাতের ঘটনায় ঢাকায় গিয়েছেন শুনেছি। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানি না। নির্দেশনা আসলে গ্রেপ্তারে পদক্ষেপ নেয়া হবে।

 

নতুনসময়/এনএইচ