ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ৩ মেয়র


২৯ মে ২০১৯ ০৩:০৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম মন্ত্রীর এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (২৮ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম মন্ত্রীর এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি করপোরেশনেরে মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুসঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।


নতুনসময়/এনএইচ