ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


বিগত সময়ের চেয়ে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: ওবায়দুল কাদের


২৭ মে ২০১৯ ০১:৪০

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদযাত্রা বিগত সময়ের চেয়ে অনেক সহজ ও স্বস্তিদায়ক হবে। রবিবার (২৬ মে) মতিঝিলে বিআরটিসির সভাকক্ষে তাদের ঈদ স্পেশাল সার্ভিস পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতু খুলে দেওয়া হয়েছে। এখন ঢাকা থেকে চার ঘণ্টায় চট্টগ্রাম পৌঁছে যাওয়া যাবে বলেই আশা করছি।

ওবায়দুল কাদের আরও জানান, ঈদের সময় বিআরটিসির ১০৮৯টি বাস আন্তঃজেলায় যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে। এর মধ্যে ১৫৩টি নতুন বাস যুক্ত হয়েছে।


নতুনসময়/এনএইচ